
ঢাকা উত্তর সংবাদদাতা:
সাভার ভাকূর্তা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভাকূর্তা বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভাকূর্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলার বাঙালি জাতির কালো অধ্যায় রচিত হয়েছে। সে দিন আমরা হারিয়েছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাবো। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে উন্নয়ন ধারাবাহিকতায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবো। যারা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের হত্যা করছেন। তাদের কে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে। জিয়াউর রহমান তৎকালীন সেই খুনিদেরকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেব মনোনীত করেছিলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকূর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিয়াকত হোসেন, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির হোসেন, ভাকূর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন, ৯ নং ওয়ার্ড মেম্বার ইয়াসিন আলী সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস মিয়া ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক কবির হোসেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতা বাদল মিয়া।
সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।