Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / হজ প্যাকেজ কমিয়ে ৫ লাখ টাকা করার দাবি, সিন্ডিকেট ভাঙার আহ্বান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হজ প্যাকেজ কমিয়ে ৫ লাখ টাকা করার দাবি, সিন্ডিকেট ভাঙার আহ্বান

September 11, 2024 11:24:26 PM   স্টাফ রিপোর্টার
হজ প্যাকেজ কমিয়ে ৫ লাখ টাকা করার দাবি, সিন্ডিকেট ভাঙার আহ্বান

এসএম জাহিদুল:
হজ প্যাকেজ ৭ লাখ টাকা থেকে কমিয়ে ৫ লাখ টাকায় নির্ধারণ করার দাবি জানিয়েছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট।

তার অভিযোগ, হাবের পলাতক সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সিন্ডিকেটের কারণে হজের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার ও হাবের পক্ষ থেকে সৌদি সরকারের সঙ্গে এ খরচ কমানোর বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে রশিদ শাহ সম্রাট বলেন, "সৌদি আরব ভিসা ফিসহ নানা খাতে প্রায় ৬ লাখ রিয়াল আদায় করছে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য চরম বৈষম্যমূলক। আগে সৌদি সরকার মাত্র ৭০০ রিয়াল নিত। বাংলাদেশে থেকে সৌদি আরবের বিমান ভাড়া ২ লাখ টাকা হওয়া অযৌক্তিক, যেখানে বাজেট এয়ারলাইনগুলো ৭০-৮০ হাজার টাকায় যাত্রী নেওয়ার কথা। তসলিম নিজে ফ্লাইনাস এয়ারলাইনের এজেন্ট হওয়ায় এই সিন্ডিকেটের সুবিধাভোগী হয়েছেন।"

সংবাদ সম্মেলনে রশিদ স্যার পবিত্র হজকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিন্ডিকেট ভেঙে ফেলার ও হাবের বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।