Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

June 03, 2023 09:13:53 PM   জেলা প্রতিনিধি
হাতীবান্ধায় মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় অজ্ঞাত এক  যুবকের (৩৫) মরদেহ মহাসড়ক থেকে উদ্ধার করেন   হাইওয়ে পুলিশ ।

শনিবার (৩ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান এলাকায় ডালিয়া-বড়খাতা বাইপাস মহাসড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসি।

জানা গেছে, শনিবার সকাল থেকে উপজেলার সানিয়াজান বাজার ও সাধুর বাজারের মধ্যবর্তী স্থানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান তালুকদার বলেন, মানসিক ভারসাম্যহীন যুবক কয়েকদিন আগে সানিয়াজান বাজারে ঘোরাঘুড়ি করছিল। এরপর আজ সকালে মহাসড়কের উপর তাঁর মরদেহ করে থাকে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলে, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  ওই অজ্ঞাত  যুবকের পরিচয় সনাক্ত করা করার চেষ্টা চলছে।