Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ মাইকেল চাকমার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ মাইকেল চাকমার

December 18, 2024 12:29:45 PM   অনলাইন ডেস্ক
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ মাইকেল চাকমার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মাইকেল চাকমা। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন। 
মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা। অভিযোগ দায়েরের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'আমরা মাইকেল চাকমার অভিযোগ আমলে নিয়েছি।
এখন থেকেই তার অভিযোগের তদন্ত শুরু করব।'
এর আগে, সকালে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা দায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে ট্রাইব্যুনালে আসেন। তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও শহিদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ।
জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমা গুমের শিকার হন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করে মাইকেল চাকমার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল।
পাশাপাশি নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেলের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার।
হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ৫ বছর ৩ মাস পরে গত ৭ আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওইদিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।