Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রাষ্ট্র সংস্কারে লিখিত প্রস্তাবনা দিল হেযবুত তওহীদ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাষ্ট্র সংস্কারে লিখিত প্রস্তাবনা দিল হেযবুত তওহীদ

December 24, 2024 09:13:16 PM   দেশেরপত্র ডেস্ক
রাষ্ট্র সংস্কারে লিখিত প্রস্তাবনা দিল হেযবুত তওহীদ

সংবিধান সংস্কার কমিশনের আহবানে লিখিত প্রস্তাবনা পেশ করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কমিশনার অধ্যাপক আলী রিয়াজের কার্যালয়ে নিজেদের ৪৯টি বিষয়ের উপর লিখিত প্রস্তাবনা পেশ করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

পরে সংসদ ভবন প্রাঙ্গণে প্রস্তাবনার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলে হেযবুত তওহীদের মুখপাত্র মো. মশিউর রহমান। এ সময় তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হবে আল্লাহর বিধান এবং তওহীদ ভিত্তিক। এছাড়াও রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কিভাবে আল্লাহর বিধান অনুসরণ করা হবে, সেই প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

হেযবুত তওহীদের কেন্দ্রীয় তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা বলেন, তথ্য পরিবেশনের ক্ষেত্রে কিভাবে আল্লাহর হুকুম অনুসরণ করতে হবে, সে বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং কিভাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা যায়, সে প্রস্তাবনাও ৪৯টি বিষয়ের মধ্যে পেশ করা হয়েছে।

হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী বলেন, নারীদের ক্ষেত্রে ইসলাম যতটুকু স্বাধীনতা দিয়েছে, সেই বিষয়ে প্রস্তাবনা করা হয়েছে এবং অন্য ধর্মে নারীদের জন্য ইসলামের বিধান কী হবে, সে বিষয়েও প্রস্তাবনা পেশ করা হয়েছে।

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, যারা মসজিদে ইমামতি করেন, তাদের যেন ধর্মব্যবসা না করতে হয়, সে জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতনের ব্যবস্থা করার প্রস্তাবনা পেশ করা হয়েছে।

এ সময় হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।