
বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। পুরোপুরি নিভে দুপুর পৌনে ১২টার দিকে। এদিকে ঘটনার পর ভবনের ৮ তলায় একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কেন ও কীভাবে আগুন লেগেছে তার তদন্ত হচ্ছে। নাশকতা কি না, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জানা গেছে, রাত একটার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ডাক ও টেলিযোগাযোগ, এলজিআরডি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আগুন লাগে।
এ ঘটনার পর সচিবালয় এবং এর আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে থেকে থাকা সেনা ও পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য। সচিবালয়ে একটি খোলা রেখে অন্যগুলো গেট বন্ধ রাখা হয়েছে। আগুনের ঘটনায় আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ে কর্মরতদের ছাড়া বর্তমানে সাংবাদিকসহ অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।