
পরিবর্তনের জন্য অনুসন্ধান স্লোগানে দেশব্যাপী কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ। দীর্ঘদিন যাবৎ এই সংগঠন নারী, প্রতিবন্ধী, বয়স্ক ও অস্বচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান ও কারিগরি সহায়তা দিয়ে জীবনমান পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায়েএবার ১০ হাজার শীতার্থ মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছে অণ্বেষন। এই কর্মসূচির অংশ হিসাবে বুধবার ঢাকার বিভিন্ন স্থান থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা শুরু হয়। অণ্বেষন সংগঠনের প্রতিষ্ঠাতা লিমিয়া দেওয়ানের উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রম পুরো শীত জুড়ে চলবে বলে জানানো হয়।