Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / অবতরণের সময় রাশিয়ায় কার্গো প্লেন দুর্ঘটনা, নিহত ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অবতরণের সময় রাশিয়ায় কার্গো প্লেন দুর্ঘটনা, নিহত ৩

June 24, 2022 10:33:19 PM  
অবতরণের সময় রাশিয়ায় কার্গো প্লেন দুর্ঘটনা, নিহত ৩

রাশিয়ার রিয়াজান শহরের কাছে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে একটি কার্গো প্লেন। এ ঘটনায় ৯ জন হতাহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (২৪ জুন) সকালে অবতরণের সময় দুর্ঘটনা কবলিত হয় প্লেনটি। এ সময় তিনজন নিহত হন। আহত হয়েছেন ৬ জন।

রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, কার্গো প্লেনটি ইল্যুশিন আইএল-৭৬ মডেলের। অবতরণের সময় প্লেনটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় তিনজন নিহত, ছয়জন আহত হয়েছেন।

প্লেনটি কোন সংস্থার তা নিশ্চিত করতে পারেনি ইন্টারফ্যাক্স।