Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / অমর একুশ উপলক্ষে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মোনাজাত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

অমর একুশ উপলক্ষে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মোনাজাত

February 22, 2025 06:18:55 PM   উপজেলা প্রতিনিধি
অমর একুশ উপলক্ষে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মোনাজাত

বরিশালে মহান একুশে ফেব্রুয়ারির স্মৃতিতে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মোনাজাতের অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার), যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ আরিফ, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম রনি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল কাড়ালসহ অন্যান্য সদস্যবৃন্দ।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে শহীদদের স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা শহীদরা যে ত্যাগ করেছেন, এবং ৫ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের ত্যাগ চিরকাল মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মোনাজাতের শুরুতে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানটি একত্রে গেয়ে, এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শেষে, বিভাগের সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। মিষ্টি বিতরণের পর শহীদদের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার), এবং সকলের সাথে কুশল বিনিময় করে বিদায় গ্রহণ করেন।