Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ১০০ টাকার ভাগবণ্টনের দ্বন্দ্বে মারুফ হত্যা মামলায় রাব্বীকে যাবজ্জীবন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১০০ টাকার ভাগবণ্টনের দ্বন্দ্বে মারুফ হত্যা মামলায় রাব্বীকে যাবজ্জীবন

April 30, 2025 07:18:30 PM   অনলাইন ডেস্ক
১০০ টাকার ভাগবণ্টনের দ্বন্দ্বে মারুফ হত্যা মামলায় রাব্বীকে যাবজ্জীবন

কুমিল্লার এসকে ফিলিং স্টেশনে বখশিশের ১০০ টাকার ভাগবণ্টন নিয়ে দ্বন্দ্বের জেরে সহকর্মী কাজী মারুফ হোসেনকে হত্যা মামলায় গোলাম রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৫ নম্বর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না; তিনি পলাতক।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গোলাম রাব্বী (২২) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তার মায়ের নাম মোসা. মিনুয়ারা বেগম।

রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি অ্যাডভোকেট বিল্লাল হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ ও স্বাক্ষ্য প্রমাণে স্পষ্টভাবে প্রমাণ হয়েছে, একমাত্র আসামি রাব্বীই মারুফকে হত্যা করেছে। তিনি রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রায়ের অনুলিপি পেলে উচ্চ আদালতে আপিল করা হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১০ মে সকাল ৮টার দিকে সদর দক্ষিণ মডেল থানাধীন বেলতলী মোড়ের উত্তর-পশ্চিমে কৃষ্ণপুর এলাকার মেসার্স এস.কে ফিলিং স্টেশনের অফিসের সামনে আসামি মো. রাব্বী ধারালো ছুরি দিয়ে সহকর্মী মো. মারুফ হোসেনের বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে মারুফ গুরুতর জখম হন এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহত মারুফের মা মোসা. মিনুয়ারা বেগম বলেন, তার ছেলের খুনি এখনো পলাতক, তাই শুধু যাবজ্জীবন নয়—ফাঁসির দাবিও তিনি জানিয়েছেন। সেইসঙ্গে দ্রুত আসামিকে গ্রেফতারের দাবি জানান তিনি।