Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / অশান্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার, বাড়ছে উত্তেজনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অশান্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার, বাড়ছে উত্তেজনা

September 13, 2024 07:40:40 PM   অনলাইন ডেস্ক
অশান্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার, বাড়ছে উত্তেজনা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষে জড়িতদের হাতে রকেট, ড্রোনসহ অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়েছে।

গত মে মাস থেকে চলমান এই সহিংসতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দুই গোষ্ঠীর কাছে বিভিন্ন দেশ থেকে আসা উন্নত সমরাস্ত্র দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কুকি ও মেইতেই সম্প্রদায় চীন, রাশিয়া, জার্মানি এবং আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করছে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা কালেক্টিভ অ্যাওয়ারনেস টু আনএক্সপ্লোডেড অর্ডন্যান্সের মতে, মণিপুরে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্র চীন ও রাশিয়ার।

সহিংসতায় কেবল রাইফেলই নয়, ড্রোন, হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং ট্যাংক বিধ্বংসী অস্ত্রও ব্যবহার করা হচ্ছে। প্রায় ৪ হাজার অস্ত্র পুলিশের বিভিন্ন স্টেশন থেকে লুট হয়ে দুই সম্প্রদায়ের হাতে চলে গেছে বলে জানা গেছে।