Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

December 10, 2024 06:01:49 PM   নিজস্ব প্রতিনিধি
অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকা থেকে ১৭ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামি মো. মাসুম ওরফে চুল্লু মাসুমকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাসুম দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় (মামলা নং-৩০(১২)২১, বিঃ ট্রাই-৪৫/২২, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ) সাজাপ্রাপ্ত আসামি।

বিচারিক রায় ঘোষণার পর থেকে মাসুম ঢাকার কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে ছদ্মবেশে আত্মগোপনে ছিল।

র‌্যাব-১০ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম তার সাজাপ্রাপ্তির বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।