Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে যা বললেন কামাল মজুমদার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে যা বললেন কামাল মজুমদার

March 03, 2025 12:55:00 PM   অনলাইন ডেস্ক
আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে যা বললেন কামাল মজুমদার

আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন উল্লেখ করে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের সাধারণ সদস্য থেকে অব্যাহতি নিয়েছি। আমার দলীও কোনো পদ নেই। ৭৬ বছর বয়সের রাজনীতি করা যায় না।

আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। 
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

এদিন কামাল আহমেদ মজুমদারসহ ছয়জনকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১০ টার দিকে পুলিশ প্রহরায় তাদের হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়।

১০ টা ৭ মিনিটে এজলাসে আসেন বিচারক। এরপর কাফরুল থানার মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। তখন বিচারক এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন। 
কামাল আহমেদ মজুমদার আক্ষেপ করে বলেন, আমার ৭৬ বছর বয়স। আমার চোখে সমস্যা। ৭০ শতাংশ নষ্ট হয়েগেছে। আমার পরিবার সম্পর্কে কোন খোঁজ-খবর নিতে পারছি না।

আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। রাজনীতি থেকে ইস্তেফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পথ থেকেও পদত্যাগ করলাম। 
এর আগে, গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক রয়েছেন কামাল আহমেদ মজুমদার।