Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / স্ত্রীকে গলা কেটে হত্যার পর শবে বরাতের নামাজে স্বামী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্ত্রীকে গলা কেটে হত্যার পর শবে বরাতের নামাজে স্বামী

March 09, 2023 01:04:18 AM   দেশজুড়ে ডেস্ক
স্ত্রীকে গলা কেটে হত্যার পর শবে বরাতের নামাজে স্বামী

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা:
জয়পুরহাটের আক্কেলপুরে ঠান্ডা মাথায় স্ত্রীকে গলা কেটে হত্যা করে শবে বরাতের নামাজ আদায় করেছেন স্বামী। পরে নামাজ শেষে বাসায় ফিরে স্ত্রীর মরদেহ নিয়ে চিৎকারও করেন তিনি। মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের ওই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসা বাদে নিহতের স্বামী, ভাশুর, জা ও প্রতিবেশীসহ চারজনকে থানায় নেওয়া হয়।

উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম পান্না বেগম (৩০)। তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

সিরাজুলের প্রতিবেশী বিপ্লব জানান, সিরাজুল ইসলাম ও তার বড় ভাই আসাব (৩৮) গ্রামের মসজিদে শবে বরাতের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন এবং সিরাজুলের মা মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে কেউ ছিল না। নামাজ আদায় শেষে আসাব রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে ফিরে ছোট ভাই সিরাজুলের এর শয়ন কক্ষে পান্নার গলা কাটা রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে তা দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় গ্রামবাসীরা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি, ঘরের মেঝেতে গৃহবধূর রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রথমিক জিজ্ঞাসা বাদের জন্য গৃহবধূর স্বামী সিরাজুল, ভাশুর আসাব, জা সগিয়া(৩৪) এবং প্রতিবেশী মাসুদ(২৮)কে থানায় নিয়ে আসা হয়।

নিহত গৃহবধূর মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।