Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আক্কেলপুরে জমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আক্কেলপুরে জমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

March 26, 2025 09:14:40 PM   অনলাইন ডেস্ক
আক্কেলপুরে জমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দপুর ইউনিয়নের আউলগাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিন্টু হোসেন (৪৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আক্কেলপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

পিন্টু হোসেনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত ৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে তার ছেলে আলগীর হোসেন নালিশী জমিতে পানি নিতে গিয়ে দেখতে পান, তৌহিদুল ইসলাম (৬০), সোহাগ মন্ডল (৩২), মাসুদ হোসেন (২২), হৃদয় (১৯) এবং আরও ৪-৫ জন ব্যক্তি দলবদ্ধ হয়ে সেখানে উপস্থিত হয়। তারা বেআইনিভাবে মোটরসাইকেল ও সিএনজিযোগে এসে জমির ধানের চারা উপড়ে ফেলে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ সাত হাজার টাকা।

খবর পেয়ে পিন্টু হোসেনের বড় ছেলে জাহাঙ্গীর ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে মারধর শুরু করে। পরে পিন্টু হোসেন ও তার অন্য ছেলেরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা পিন্টু হোসেন ও তার ছেলের কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আক্কেলপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করায়। পিন্টু হোসেন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়, কিন্তু তিনি অর্থের অভাবে সেখানে যেতে পারেননি বলে জানান।

পিন্টু হোসেন বলেন, আমি যদি আইনগত প্রক্রিয়ায় জমি না পেয়ে থাকি তাহলে আমি জমিতে কখনো যাব না। তার নামে দলিল ও খাজনা খারিজ করা আছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে একই দিন থানায় রাছেল হোসেন (৩৫) নামে অপর ব্যক্তি পাল্টা অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে উল্লেখ করা হয়, নালিশী বসতবাড়ি ও ধানি জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় ১২-১৩ বছর আগে তার চাচা পিন্টু হোসেন তাদের কাছে নগদ টাকার বিনিময়ে জমি বিক্রির প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে দলিল প্রদান না করে জমি নিজের দখলে রাখার চেষ্টা করেন।

রাছেল হোসেনের অভিযোগ অনুযায়ী, ৩ মার্চ বিকেল ৫টার দিকে তিনি তার বাবা ও দুই ভাইসহ নালিশী জমিতে চারা রোপণ করতে গেলে পিন্টু হোসেন বাধা দেন। একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাছেল হোসেন অভিযোগ করেন, পিন্টু হোসেন ও তার লোকজন তাদের মারধর করে এবং তার কাছ থেকে ২৮ হাজার টাকার একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়।

এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।