Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ

March 12, 2025 09:21:47 PM   জেলা প্রতিনিধি
আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় আগুনে চারটি টিনশেড ঘর পুড়লেও অক্ষত অবস্থায় রয়েছে কোরআন শরীফ। এই ঘটনা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

ঘরের টিন থেকে শুরু করে আসবাবপত্র সব কিছু পুড়ে গেছে, যার ফলে প্রায় ৩/৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে পরিবারটির। তবে, সবকিছু পুড়ে গেলেও কোরআন শরীফের একটিও অক্ষর পোড়েনি। গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে উপজেলার বুড়িরভাগ বিলপাড়ায় ঘটে এই দুর্ঘটনা। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর কোরআন শরীফটি অক্ষত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে কোরআন শরীফটি নিরাপদে সংরক্ষণে রেখেছেন বাড়ির বাসিন্দারা।

বাড়ির বাসিন্দা মনির হোসেন এবং মোছাঃ ফাতিমা জানিয়েছেন, “বাড়ির সব কিছু পুড়ে গেলেও এই কোরআন শরীফের এক অক্ষরও পোড়েনি।” তারা আরও বলেন, কোরআন শরীফের চতুর্দিকের প্রান্তে সাদা অংশে কিছুটা কালো দাগ দেখা গেছে। কোরআন শরীফটি একনজর দেখতে ভিড় করছেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শী লতিফুর রহমান এবং কামরুল ইসলাম বলেন, “আগে অনেক শুনেছি, কিন্তু আজ বাস্তবে দেখলাম, কোরআন শরীফ আগুনে পোড়ে না। আল্লাহ তার এই কুদরতি হাত দিয়ে এই পবিত্র গ্রন্থ রক্ষা করেছেন।”

নলডাঙ্গা থানা মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক জানান, “পুরো ঘর পুড়লেও আল্লাহর অশেষ মেহেরবানীতে কোরআন শরীফ অক্ষত রয়েছে। পবিত্র কোরআন শরীফ স্বয়ং আল্লাহ তায়ালা নিরাপদে রাখেন,এটাই বাস্তব।”