
আজ থেকে আরও এক ঘণ্টা বাড়ানো হলো মেট্রোরেল চলাচলের সময়। আজ বুধবার (২৭ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলবে বাড়তি এই সময় ধরে। আগে রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল থেকে এবং রাত ৮টায় উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়ত।
নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। আগে রাত ৮টা ৪০ মিনিটে মতিঝিল থেকে এবং রাত ৮টায় উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়ত।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক জানান, বুধবার থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
এদিকে ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে বাড়ানো এক ঘণ্টা সময়ে উভয়দিকেই মেট্রোরেল ১২ মিনিট পর পর চলাচল করবে। এছাড়া অন্য সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।
তবে সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুটিতে এবং রাত ৯টার পর মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলগুলোতে শুধু এমআরটি র্যাপিড পাস ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন।
এই বর্ধিত সময়ে আরও ১০ বার মেট্রোরেল চলাচল করবে। এতে দৈনিক ১৯৪ বার মেট্রোরেল চলাচল করবে এবং প্রতি ট্রেনে ২ হাজার ৩০৮ জন করে মোট ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।
রোজায় যে-সব বাড়তি সুবিধা দিচ্ছে মেট্রোরেল:
রোজা উপলক্ষ্যে ইফতারের সময়ের আগে-পরে ভ্রমণের সময় ২৫০ মিলিলিটার পরিমাণের পানির বোতল বহন করার অনুমতি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে পানি পানের পর বোতল অবশ্যই নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে পর্দায় (এলইডি স্ক্রিন) ইফতারের সময়সূচি প্রদর্শিত হচ্ছে। রমজান মাসে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসে ৭৫ মিনিট পর্যন্ত ‘পেইড জোনে’ অবস্থান করার সুযোগ দেয়া হয়েছে। রমজান মাসে যাত্রীরা ক্লান্ত থাকবে। তাই তাদের কথা বিবেচনা করে পেইড জোনে কার্ড পাঞ্চ করে প্রবেশ করার পর থেকে ৭৫ মিনিট থাকার সুযোগ রাখা হয়েছে। রোজার আগে তা ৬০ মিনিট ছিল।