
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রায় ৮ দিন ধরে চলমান দাবানল ক্রমশ আরও ভয়াবহ আকার ধারণ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দাবানলের কারণে ইতোমধ্যে শহরজুড়ে ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে, আর আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
এবারের দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো সান্তা অ্যানা ঝোড়ো বাতাস। বাতাসের তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া শুষ্ক হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করছে। ৯ মাস ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় অঞ্চলটি অতিরিক্ত শুষ্ক হয়ে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
দাবানল ইতোমধ্যে ওয়াশিংটন ডিসির সমান আয়তনের এলাকা গ্রাস করেছে। বিপদের মুখে রয়েছেন প্রায় ৬৫ লাখ মানুষ।
এখন পর্যন্ত দাবানলে মৃত্যু হয়েছে ২৫ জনের। প্যালিসেডস এলাকায় ৯ জন। ইটন এলাকায় ১৬ জন।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরভাথ বলেন, "আমরা সবাইকে বিশেষভাবে সতর্ক করতে চাই। এখনই প্রস্তুতি নিন এবং এলাকা ছাড়ার ব্যবস্থা করুন।"
অগ্নিনির্বাপণকর্মীরা বাতাসের গতি ও আর্দ্রতার অভাবের কারণে আগুন নেভাতে বাধার সম্মুখীন হচ্ছেন। দাবানলের কারণে স্থানান্তর ও উদ্ধার কার্যক্রমে জটিলতা বাড়ছে।
কর্তৃপক্ষ সবাইকে এলাকা খালি করার জন্য প্রস্তুত থাকতে বলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্যোগ আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।