
আমতলী প্রতিনিধি:
আমতলীতে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টা ৩০ মিনিটে বরগুনার গোয়েন্দা পুলিশের এসআই কর্মকার গোপন অভিযানের মাধ্যমে আমতলী উপজেলার গাজীপুর বন্দ এলাকা থেকে তাকে আটক করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি গাজীপুর বন্দ এলাকার মোস্তফা মাদবরের ছেলে মো. আমিরুল (৩৪)। অভিযান শেষে আমিরুলকে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলামের মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এসআই কর্মকার নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।