
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চর রাওগা এলাকায় গত শুক্রবার একটি আয়রন ব্রিজ ভেঙে পড়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে হলদিয়া ও চাওড়া ইউনিয়নে ২১টি আয়রন ব্রিজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। তৎকালীন চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম এই ব্রিজগুলো নির্মাণ করেন, তবে সেগুলোর নির্মাণ কার্যক্রম ছিল ত্রুটিপূর্ণ এবং দায়সারাভাবে কাজটি সম্পন্ন হয়েছিল। গত বছর, হলদিয়া বাজার সংলগ্ন আরেকটি আয়রন ব্রিজ ভেঙে পড়লে বরযাত্রীসহ ৯ জন প্রাণ হারিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিন্ট মল্লিক বলেন, “এতদিনে আরও ১০টি আয়রন ব্রিজ ভেঙে পড়েছে, যা এলাকাবাসীর জন্য বড় সমস্যা সৃষ্টি করেছে।”
আমতলী উপজেলার প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, এই আয়রন ব্রিজগুলোর নির্মাণকাল পার হয়ে গেছে এবং এগুলোর অবস্থা খুবই খারাপ। তিনি আরও জানান, “ব্রিজগুলোর মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
বরগুনার এলজিডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদি হাসান বলেন, “ঘটনাটি তদন্ত করা হবে এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।