
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতীয় দৈনিক আমার দেশ -এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক মেলা।
সোমবার (২২ এপ্রিল) ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজক ছিল ফরিদপুর জেলা আমার দেশ পাঠক মেলা।
সমাবেশে বক্তারা বলেন, “মাহমুদুর রহমান দেশের একজন নির্ভীক ও নির্যাতিত সাংবাদিক। তার বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মামলা ফ্যাসিবাদী সরকারের নগ্ন ষড়যন্ত্রের অংশ। জনগণের পক্ষে কথা বলাই মাহমুদুর রহমানের অপরাধ।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, আমার দেশ জেলা প্রতিনিধি মো. ইব্রাহিম হুসাইন, জেলা যুবদলের সভাপতি ও পাঠক মেলার সভাপতি রাজিব হোসেন, বাংলাভিশনের প্রতিনিধি হারুন আনসারী রুদ্র প্রমুখ।
বক্তারা বলেন, সংবাদ নিয়ে যদি কারো আপত্তি থাকে তবে সংবিধান অনুযায়ী প্রেস কাউন্সিল কিংবা তথ্য কমিশনের মাধ্যমে নিষ্পত্তি করার বিধান আছে। অথচ সেটি না মেনে মামলা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে।
এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান এবং এর প্রতিবাদে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
বক্তারা আরও বলেন, “মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল আওয়ামী দুঃশাসনের ছত্রছায়ায় এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তার দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় তিনি আজ মাহমুদুর রহমানের পেছনে লেগেছেন।”
মানববন্ধনে বক্তারা মাহমুদুর রহমানের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেন, “আমার দেশের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এটি শুধু একটি পত্রিকা নয়, এটি একটি আন্দোলন।”