Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

February 25, 2023 05:40:38 AM   দেশজুড়ে ডেস্ক
আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক  সম্মেলন

আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক  সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় এ সম্মেলন গীতা পাঠ এর মাধ্যমে আশুলিয়ার নরশিংহপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দীর প্রাঙ্গণে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষধের আশুলিয়া থানা আহবায়ক   আশীষ চন্দ্র নাগ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষধের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু দিপক পাল দিপু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষধ ঢাকা জেলা আহবায়ক বাবু নিতাই চঁদ তালুকদার এফসিএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষধের কেন্দ্রীয় কমিটির  আহবায়ক সদস্য বাবু বরুন ভৌমিক নয়ন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষধ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক রজত কুমার সূর রাজু,বাংলাদেশ পূজা উদযাপন পরিষধের কেন্দ্রীয় কমিটির সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক  প্রধান বক্তা বাবু নন্দ গোপাল সেন।

প্রধান অতিথির বক্তব্যে বাবু দিপক পাল দিপু বলেন,(একতাই বল) আমরা একে অপরের সহযোগীতা করবো,সম্মিলিত হয়ে মা মাটির সম্মান বজায় রাখবো, আমরা আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ছায়াতলে সম্মিলিত হয়ে কাজ করবো। এ কমিটি মানে অর্থ ইনকাম করা নয়, কমিটি র মানে ধর্মের বড়াই করা নয়, নিজ অধিকার আদায় তথা সনাতন ধর্মের মৌলিক অধিকার বাস্তয়ন করা। আমাদের লক্ষ, পূজা পার্বণ এর মর্যাদা রক্ষা করা, আমাদের লক্ষ একেঅপরের সহযোগিতা করা, আমাদের লক্ষ টার্গেটে পৌছাতে এবং ধর্মীয় মর্যাদা রক্ষা করতে এ দেশের মানুষ ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সর্বত্র সহযোগীতা করবেন নিশ্চয়। আসুন মন্দীর রক্ষা করি পূজা পার্বণ এর পবিত্রতা রক্ষা করি, মা বোনেরা নির্বিঘ্নতায় পূজা  করবে এ দিকে সচেতনতা অবলম্বন করি,আসুন সকল ধর্মের মানুষের পাশে দাঁড়াই,মানব কল্যানে কাজ করি,দেশের উন্নয়নের ধারা অবহ্যাত রাখতে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আসুন সকলে মিলে বলি ধর্ম যার যার উৎসব সবার।

বিশেষ অতিথি হিসেবে  আরো উপস্তিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকা জেলা,বাবু অজিত কুমার চক্রবর্তী বীর মুক্তিযোদ্ধা ও (সভাপতি)বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধামরাই উপজেলা,সম্মানিত অতিথি বাবু কমল চন্দ্র পাল (সদস্য ও সমন্বয়ক কমিটি) বাংলাদেশ পূজা উদযাপন ঢাকা জেলা, অনুষ্ঠানটির সন্চানলায় ছিলেন সম্ভু চন্দ্র সরকার (সদস্য সচিব)বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা শাখা।

উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার সকল সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ শিশু বৃদ্ধারা।

এ সময়.বাবু আশীষ কুমার নাগকে আশুলিয়া থানার সভাপতি এবং  ভজন কুমার দাসকে সহ-সভাপতি ও বাবু সম্ভু চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক,  শ্রী প্রদীপ কুমার রায় কে সাংগঠনিক সম্পাদক, এ্যাড গঙ্গা রানী সরকার কে আইন বিষয়ক সম্পাদক করে  (৫১.) সদস্যর একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন। পরিশেষে সম্মেলনে আসা সকলকে দুপুরের খাবার পরিবেশেন এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।