Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

February 26, 2025 04:34:53 PM   উপজেলা প্রতিনিধি
আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

সোহরাব হোসেন:
সাভারের আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা দারোগা মার্কেটের সামনে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ কিশোর গ্যাং ব্যবসায়ী মোমিনুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। নিহত মোমিনুল ইসলাম (২৫) ওই এলাকার মৃত আজাহারের ছেলে।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাত ১১টায় সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র, লাঠি-সোটা ও রড নিয়ে অতর্কিত হামলা চালানো হয় মোমিনুল ইসলামের ওপর। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টায় তিনি মারা যান।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার প্রভাবশালীর ছেলে ও মাদক ব্যবসায়ী চক্রের লিডার রুবেল দীর্ঘদিন ধরে মোমিনুল ইসলামকে মাদক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

২৬ ফেব্রুয়ারি আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন নাজমু (১৮), পিতা সরুজ, সাং দক্ষিণ বাইপাইল; আশিকুল ইসলাম আসিফ (২২), পিতা মো. হারুন মিয়া, সাং দক্ষিণ বাইপাইল বসুন্ধরা; রাকিব (১৫), পিতা রফিক, সাং পলাশবাড়ী বটতলা; আলিফ (১৮), পিতা আনোয়ার হোসেন আনু, সাং দক্ষিণ গাজীরচট; ইব্রাহিম (৪৮), পিতা মৃত দোলত মিয়া, সাং ধামগর পূর্বপাড়া, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা; রমজান (২৬), পিতা মৃত সোয়েল মিয়া, সাং দক্ষিণ গাজীরচট।

ঘটনার পর আশুলিয়ায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ আতঙ্ক ও অসহায়ত্ব প্রকাশ করেছেন।

আশুলিয়া থানার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া, পুলিশ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।