
আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩ ঘটিকায় কালার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল কাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলার বাঙালি জাতির কালো অধ্যায় রচিত হয়েছে। সে দিন আমরা হারিয়েছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাবো। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে উন্নয়ন ধারাবাহিকতায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবো। যারা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্যদের হত্যা করছেন। তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে। জিয়াউর রহমান তৎকালীন সেই খুনিদের কে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেব মনোনীত করেছিলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান ও ১নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মানছুর রহমান সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড আওয়ামী লীগ। সার্বিক সহযোগিতায় ছিলেন, পাথালিয়া ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক খোকন খানসহ ওয়ার্ড বাসি, ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।