
ঢাকা উত্তর সংবাদদাতা:
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজার আবু সাদাত সায়েমের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আবু সাদাত সায়েম জানান, আমাদের অভিযানের ধারাবাহিকতায় আজকে আমরা ইয়ারপুর ইউনিয়নে তাজপুরে প্রায় ১ কিলোমিটার এলাকায় তিতাস গ্যাসের অভিযানে প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এলাকায় বারবার অভিযান করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পরও দুষ্কৃতিকারী কিছু লোক দেশীয় এই সম্পদ চুরির পেছনে কাজ করছে। সরকার কোটি কোটি টাকর রাজস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমার আওতাধীন এলাকায় একটি অবৈধ সংযোগ থাকা পর্যন্ত অভিযান চালিয়ে যাবো।
তিনি আরও বলেন, নিম্নমানের জিআই পাইপ দিয়ে কাজ করার পরিপ্রেক্ষিতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ইতিপূর্বে বিভিন্ন জায়গায় একাধিকবার দুর্ঘটনায় শিশুসহ অনেক মানুষ নিহত হয়েছে । এই ঘটনাগুলো থেকে জনগণকে শিক্ষা নিয়ে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করি।