
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ সরোবরে এ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শামীম আহমেদ শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, সংগঠনের উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান জামিল।
রায়হান জামিল বলেন, “দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনাজপুর জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এখানে আমরা পরিবার হিসেবে একত্রিত হই, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনাজপুরের ইতিবাচক প্রতিনিধিত্ব নিশ্চিত করি।”
পরে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।