
রাজধানীর পল্টন থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ মে) আদালতসূত্রে এ তথ্য জানা গেছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কবির হোসেন হাওলাদার গত ২৬ মে এ রিমান্ড আবেদন করেন।বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইশরাকের উপস্থিতিতে এ রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গত ১৯ মে ইশরাকের বিরুদ্ধে হওয়া ১২ মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ১১টি মামলায় তাকে জামিন দেন। তবে পল্টন থানার রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
গত বছরের ২৯ অক্টোবর রাতে রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের একজন বাসিন্দা। মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেন ছাড়াও অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সোরাওয়ার্দীকে আসামি করা হয়।