
গাজায় চলমান সংঘর্ষে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি ভূখণ্ড ও অধিকৃত ফিলিস্তিনে ২৬ হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি চ্যানেল টুয়েলভের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৬,৩৬০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যা গাজা, লেবানন, ইরান এবং ইয়েমেন থেকে ছোঁড়া হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন অভিযানের জবাবে ইসরাইল গাজায় অবরোধ ও সামরিক আগ্রাসন চালায়। হামাসের এই আক্রমণটি মূলত ইসরাইলি শাসনের নিপীড়নের বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ পরিচালিত হয়েছিল।
এ ঘটনার পর থেকে ইসরাইল গাজায় কঠোর অবরোধ আরোপ করে এবং ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে, যার ফলে এখন পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজায় অবরোধের কারণে দুই মিলিয়নেরও বেশি মানুষ জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে।
সূত্র: মেহের নিউজ