Date: November 27, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / এশিয়ার দুই দেশে আবারও অনুভূত হলো শক্তিশালী ভূমিকম্প - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এশিয়ার দুই দেশে আবারও অনুভূত হলো শক্তিশালী ভূমিকম্প

November 26, 2025 08:05:51 PM   আন্তর্জাতিক ডেস্ক
এশিয়ার দুই দেশে আবারও অনুভূত হলো শক্তিশালী ভূমিকম্প

আবারও এশিয়ার দুই দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। একই দিনে ফিলিপাইন ও জাপানে প্রায় ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানে বিশেষভাবে দুই দফায় ভূকম্পনের খবর পাওয়া গেছে। তবে আশার কথা হলো, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বরাত দিয়ে আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) দক্ষিণ ফিলিপাইনে একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। এই ভূমিকম্পটি দক্ষিণ মিন্দানাও দ্বীপের জলসীমার কাছাকাছি ঘটেছে এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমসের বরাত দিয়ে জানা গেছে, একই দিনে জাপানে দুইবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমটি মঙ্গলবার ভোরে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ৫.৪ মাত্রার ভূমিকম্প। পরেরটি সন্ধ্যা ৬টা ০১ মিনিটে কুমামোটো প্রিফেকচারে ঘটে, যার মাত্রা ছিল ৫.৮।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, কুমামোটোর ভূমিকম্পটি জাপানের ১০ পয়েন্ট ভূমিকম্প তীব্রতা স্কেলে চতুর্থ সর্বোচ্চ স্তরে ছিল এবং এর উৎপত্তি ছিল ৯ কিলোমিটার গভীরে। সংস্থাটি বাসিন্দাদের সতর্ক করে বলেছে, আগামী সপ্তাহ বা কাছাকাছি সময়ে একই ধরনের শক্তিশালী ভূমিকম্পের জন্য সবাই প্রস্তুত থাকুন।