Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন

June 02, 2023 07:43:16 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। বিগত বছরের ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে এবারে ব্যবহারিক পরীক্ষায় কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা ও তদারকিতে কোন প্রকার টাকা লেনদেনের অভিযোগ উঠেনি। এতে খুশি শিক্ষার্থীসহ অভিভাবকরা।

শুক্রবার কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কথা হয় উচ্চতর গণিত ও কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষার্থী সাবাব আলম, রাকিবুল হাসান, সিয়াম, নাজমুন নাহার, মৌমিতা রহমান, মোহনা আক্তার ছাড়াও বেশ কয়েকজন পরীক্ষার্থীর সাথে। তারা জানান, জীব বিজ্ঞান, রসায়ন, পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত ও কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা শুক্রবার শেষ হলো। কেউ তাদের কাছে কোন টাকা চায়নি। একই অভিব্যক্তি এ কেন্দ্রের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া সকল পরীক্ষার্থী।

কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোজাম্মেল হক বলেন, এবছর এ কেন্দ্রের ২৭১ জন এসএসসি পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করা হয়েছে। এবার ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছে কোন প্রকার টাকা লেনদেনের সুযোগ নাই।

উল্লেখ্য গতবছর কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র শিক্ষকদের বিরুদ্ধে এসএসসি ব্যবহারিক পরীক্ষার্থীদের কাছ থেকে টাকার বিনিময়ে নম্বর বাড়ানো অভিযোগ উঠে। এ সংক্রান্ত জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়।