
নাটোর প্রতিনিধি:
নাটোরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং ২০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে নাটোর পৌরসভার উত্তর বড়গাছা কলিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী।
জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, “রাজনৈতিক হিংসার শিকার হয়ে ক্রীড়াপ্রেমী আরাফাত রহমান কোকোকে নির্যাতনের মাধ্যমে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আজ তার দশম মৃত্যুবার্ষিকীতে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”
তিনি আরও বলেন, “শীতের এই তীব্রতায় অসহায় মানুষের পক্ষে জীবনধারণ অত্যন্ত কঠিন। বিএনপি গণমানুষের দল। যে কোনো সংকট বা দুর্যোগে আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। তার ৩১ দফা কর্মসূচি মুক্তির দিকনির্দেশনা দিয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য হেলাল তালুকদার, রিয়াজুল ইসলামসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। এ সময় জিয়া পরিবারসহ দেশের সকলের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।