Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

April 16, 2023 12:48:19 AM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুর কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নূরপুর  সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) নূরপুর কারিগরি দাখিল মাদ্রাসা মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ফাউন্ডেশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইসহাক খন্দকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক আবুল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজসেবক জাহাঙ্গীর আলম, নূরপুর কারিগরি দাখিল মাদ্রাসার ম্যানেজিং পরিষদের সভাপতি মোঃ শাহজাহান প্রধানিয়া, ইউপি সদস জাহাঙ্গীর আলম মুন্সী, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরে আলম মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাওঃ কবির হোসেন,  সদস্য দিদার আলম মুন্সী প্রমুখ।

আলোচনা শেষে এলাকার অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।