
সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করে রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সেখান থেকে স্মারকলিপি জমা দিতে বঙ্গভবনে যাবে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
রোববার (১৪ জুলাই) দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করে শাহবাগ-মৎস্যভবন-প্রেসক্লাব হয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশের বাধার সম্মুখীন হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তাৎক্ষণিক সেখানে অবস্থানের সিদ্ধান্ত নেয় তারা। অন্যদিকে, জিরো পয়েন্টে থেকে বঙ্গভবন অভিমুখে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ।
আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে যাবে। প্রতিনিধিরা ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করবেন।
স্মারকলিপিতে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫ শতাংশ) এনে সংসদে আইন পাসের দাবিটি রয়েছে বলেও জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।