Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে এখনো না ছাড়ায় ক্ষুব্ধ পরিবার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে এখনো না ছাড়ায় ক্ষুব্ধ পরিবার

July 30, 2024 06:11:27 PM   অনলাইন ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে এখনো না ছাড়ায় ক্ষুব্ধ পরিবার

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে এখনো নিজেদের 'হেফাজতে' রেখেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের পিতা বদরুল ইসলাম বাংলাকে বলেন, “আমার ছেলেসহ অন্যদের ছেড়ে দেয়ার জন্য আমাদের ডিবি অফিসে যেতে বলে। পরিবারের সদস্যদের দেখা করতে দেয়ার পর জানানো হয় কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেয়া হবে।”

অপর এক সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন বিবিসি বাংলাকে বলেন, “সোমবার সকাল ১১টা থেকে রাত পৌনে বারোটা পর্যন্ত আমাদের অপেক্ষায় রাখার পর বলা হয়েছে হাইকোর্টের রিট হইছে সে জন্য নাকি ছাড়া যাবে না।”

যদিও কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোসহ নানা বিষয় নিয়ে গত সোমবার যে রিট হয় তার শুনানিতে মঙ্গলবার হাইকোর্ট বলেছে, আটক ছয়জন সমন্বয়ককে আটক করা হলে আদালতে উপস্থিত করবে কিংবা রিমান্ড চাইতে হবে।

'হেফাজতে' নেয়ার পর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, নিরাপত্তার স্বার্থেই তাদের হেফাজতে রাখা হয়েছে। আটক করা হয়নি।