Date: May 21, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা

May 01, 2024 12:38:41 PM   উপজেলা প্রতিনিধি
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে  দুদকের মামলা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান হাওলাদার (৬৮)ও তার স্ত্রী তাসলিমা আক্তারের (৫৪) নামে পৃথক মামলা করেছে জেলা দুর্নীতি কমিশন (দুদক)।

রোববার (২৮ এপ্রিল) দুর্নীতি কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বিজন কুমার রায়। জেলা দুর্নীতি দমন কমিশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে জ্ঞাত আয়রে সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ২৩ টাকার সম্পদ অর্জন করার অভিযোগে গোপালগঞ্জে আদালতে মামলা করা হয়। মুজিবুর রহমান হাওলাদারের স্ত্রী তাসলিমা আক্তার দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পাদ বিবরণীতে অবৈধ সম্পদ গোপন করে ২ লাখ ১৮ হাজার ৮০ টাকার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং নিজস্ব কোন আয় না থাকার পরও স্বামী মুজিবুর রহমান হাওলাদারের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ গ্রহণ করে ১কোটি ৪৩ লাখ ২৯ হাজার ২৮৫ টাকার মালিক হওয়ায় মামলা করা হয়েছে।

এ ব্যাপারে মুজিবুর রহমান হাওলাদার বলেন, আমার এবং স্ত্রীর নামে যে সম্পদ রয়েছে, সব সম্পদের আয় কর   দাখিল করে কর জমা দেওয়া হয়েছে। এসব মামলা এত তড়িঘড়ি করে হবার কথা না। আমার নির্বাচনী প্রতিপক্ষ দুদক ম্যানেজ করে এই মামলা করিয়েছে। আমি আইনিভাবে এই মামলা মোকাবিলা করব।