Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / কাঠালিয়ায় একটি চোরাই প্রাইভেট কার উদ্ধার, গ্রেফতার ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাঠালিয়ায় একটি চোরাই প্রাইভেট কার উদ্ধার, গ্রেফতার ৩

April 22, 2025 07:58:06 PM   অনলাইন ডেস্ক
কাঠালিয়ায় একটি চোরাই প্রাইভেট কার উদ্ধার, গ্রেফতার ৩

কাঠালিয়া সংবাদদাতা:
ঝালকাঠির কাঠালিয়া থানা পুলিশ একটি চোরাই প্রাইভেটকার উদ্ধার করেছে এবং তিন যুবককে গ্রেফতার করেছে। কাঠালিয়া উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের কচুয়া ফেরিঘাট থেকে গত সোমবার কাঠালিয়া থানা পুলিশ ঢাকা মেট্রো-গ-২২-২৩১৮ নম্বরের প্রাইভেট কারসহ তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মো. রাকিবুল হাসান (২৫), মো. সামিউল মোল্লা (২২), এবং মো. হামিম শেখ (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা। তিনি জানান, “প্রাইভেট কারটি বোয়ালমারী থানা এলাকা থেকে ২০ এপ্রিল ২০২৫ রবিবার দিবাগত রাত ৪:৩০ ঘটিকায় ছিনতাই হয়। গাড়িটির মালিক জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে গাড়িটি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সনাক্ত করে ঝালকাঠি পুলিশ সুপার ও কাঠালিয়া থানাকে অবহিত করেন। এ তথ্যের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল কচুয়া ফেরিঘাট থেকে গতকাল সোমবার প্রাইভেট কারটি উদ্ধার এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।”

কাঠালিয়া থানা পুলিশের গাড়ি উদ্ধার সংক্রান্ত বিষয়টি ফরিদপুর জেলার বোয়ালমারী থানাকে অবহিত করলে, বোয়ালমারী থানা পুলিশের একটি দল প্রাইভেটকার ও আটককৃতদের তাদের জিম্মায় নিয়ে যায়।