Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কাপাসিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নে পিজি গ্রুপের মাঝে উপকরণ বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাপাসিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নে পিজি গ্রুপের মাঝে উপকরণ বিতরণ

March 25, 2025 07:43:52 PM   অনলাইন ডেস্ক
কাপাসিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নে পিজি গ্রুপের মাঝে উপকরণ বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের কাপাসিয়ায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত প্রডিউসার গ্রুপের (পিজি) মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২০টি গ্রুপ সমিতির মাঝে উপকরণ প্রদান করা হয়। এর মধ্যে ১৪টি প্রডিউসার গ্রুপে প্রতিটিতে একটি করে গ্রাস চুপার মেশিন, ২০টি প্রডিউসার গ্রুপে প্রতিটিতে হাতল ও হাতলবিহীন ৫৪টি প্লাস্টিকের চেয়ার, দুটি বড় টেবিল, একটি ছোট টি-টেবিল, মুরগি পালনের জন্য চারটি পিজি গ্রুপে ৩৬৬টি পানি ও খাবার পাত্র বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, অফিস সহকারী বেলায়েত হোসেন, সাংবাদিক আকরাম হোসেন রিপন, সাংবাদিক শরিফ সিকদার, পিজি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সুবিধাভোগী খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।