
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীমের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, কাপাসিয়া থানা প্রশাসন, অফিসার্স ক্লাব, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।