Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবি শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবি শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

March 15, 2025 10:33:49 PM   অনলাইন ডেস্ক
কুবি শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজনটি করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকলীন সভাপতি নুরুল আমিন চৌধুরী নোমান, প্রতিষ্ঠাকলীন সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, সহ সভাপতি গিয়াসউদ্দিন গিয়াস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

মাহফিলে প্রতিষ্ঠাকালীন সভাপতি নুরুল আমিন চৌধুরী নোমান বলেন, "আজকের মাহফিলে উপস্থিত বর্তমান কমিটির নেতা কর্মী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিস্ট সরকারের আমলে কোন স্বাভাবিক কার্যক্রম করতে পারেনি। তবে এখন আমরা পারছি, আগামীতেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটি এরকম সুন্দর আয়োজন করবে বলে আশাবাদী।"

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "আজকের অনুষ্ঠানে উপস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সবাইকে জানাই রক্তিম ভালোবাসা। আমরা গত সতেরো বছর এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি, মত প্রকাশ করতে পারিনি। এখন আমরা সেটি পারছি। আমাদের বর্তমান কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং আমার পক্ষ থেকে সবাই ভালোবাসা নিবেন।"

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, "আজকের ইফতার মাহফিলে উপস্থিত আমাদের সাবেক নেতাকর্মী, বর্তমান নেতাকর্মী এবং উপস্থিত শিক্ষার্থীদের সবাইকে সংগ্রামী ভালোবাসা। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সকলের পাশে থাকবে এবং আমরা গত সতেরো বছর কিছু করতে পারিনি ফ্যাসিস্ট হাসিনার জন্য, এখন পারছি এবং সামনে আরও আয়োজন করবো।"