Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবি স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার ও মিলনমেলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবি স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার ও মিলনমেলা

March 13, 2025 10:58:43 PM   অনলাইন ডেস্ক
কুবি স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার ও মিলনমেলা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। ইফতারের আগে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আছিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ভলিবল টিমের আহ্বায়ক কাতিব হাসান মুরাদের সঞ্চালনায় ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোহরাব উদ্দীন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হোসাইন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবু হায়াত, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল আমিনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও স্পোর্টস ক্লাবের সদস্যরা।

স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক এ. কে. এম. রাসেল বলেন, "আমরা স্পোর্টস ক্লাবের সদস্য ও বিভিন্ন খেলার খেলোয়াড়রা একসঙ্গে ইফতারের আয়োজন করেছি। এতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়েছে। পাশাপাশি, আমরা আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।"

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সোহরাব উদ্দীন বলেন, "স্পোর্টস ক্লাবের এই আয়োজন প্রমাণ করে এটি একটি জনপ্রিয় ও প্রাণবন্ত সংগঠন। রমজানের এই মিলনমেলা আমাদের মাঝে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই।"

এদিকে, স্পোর্টস ক্লাবের সদস্য মিনার আহমেদ উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসা পাওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয় এবং উপহার প্রদান করা হয়।