Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 13, 2025 12:10:29 AM   অনলাইন ডেস্ক
কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৃহত্তর আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিল শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নের সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান এবং সংগঠনের বিভিন্ন সদস্যসহ উত্তরবঙ্গ অঞ্চলের শিক্ষার্থীরা।

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, "সংক্ষিপ্ত সময়ে সুন্দর একটি আয়োজন হয়েছে। এর আগের পিঠা উৎসবও বেশ চমৎকার হয়েছিল। তোমরা সবাই আগ্রহী হয়ে এসোসিয়েশনের সঙ্গে যুক্ত হও। যেকোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানাবে।"

প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান বলেন, "আমি উত্তরবঙ্গের প্রতিটি অনুষ্ঠানে থাকার চেষ্টা করি। এই কমিটি দারুণ সব আয়োজন করেছে, তাদের ধন্যবাদ জানাই। আমাদের নিয়ে অনেকে ভাবে যে আমরা অলস, কিন্তু আমরা প্রমাণ করেছি যে চাইলে ভালো কিছু করা সম্ভব।"

সংগঠনের সভাপতি নাঈম আহমেদ বলেন, "আমি নিজেও ইফতার মাহফিলের মাধ্যমে সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। আগামীতে নতুন নেতৃত্ব আরও ভালো কিছু করবে। আমাদের শিক্ষকরা আমাদের সহযোগিতা করেন, যা সংগঠনের প্রাণশক্তি। সামনের ভর্তি পরীক্ষায় আমরা কাজ করবো, সবার সহযোগিতা চাই। দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয়, তাই আমাদের নিরাপদে চলাফেরা করা উচিত।"

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকদের প্রশংসা করেন বক্তারা।