
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কথাসাহিত্য বিষয়ক ছোটোকাগজ ‘কথাশিল্প’-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। সংখ্যাটিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লেখা গল্প প্রকাশিত হয়েছে। সম্পাদনার দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেলসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।
জানা গেছে, তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারে ‘বাংলা ছোটগল্প-০১’ কোর্সে অধ্যাপক কামরুন নাহার শীলা শিক্ষার্থীদের গল্প লেখায় উৎসাহিত করেন। পরে শিক্ষার্থীদের লেখা গল্প সংগ্রহ করে সংকলন প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ ৪৬ জন শিক্ষার্থীর গল্প নিয়ে ‘কথাশিল্প’ প্রকাশিত হয়।
১৩তম আবর্তনের শিক্ষার্থী সুবর্ণা মোস্তফা বলেন, "গল্প লেখার অভিজ্ঞতা আমার জন্য একেবারে নতুন ছিল। তবে শীলা ম্যামের উৎসাহে গল্প লিখতে পেরেছি। আজকে সেটি বই আকারে প্রকাশিত হওয়ায় আমি ভীষণ আনন্দিত।"
অন্য শিক্ষার্থী মো. তাওহীদ হোসেন সানি বলেন, "এর আগে কখনো গল্প লিখিনি। কিন্তু ম্যামের অনুপ্রেরণায় লিখতে পেরেছি। আমাদের গল্পগুলো সংরক্ষিত হওয়ায় আমরা কৃতজ্ঞ।"
শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম বলেন, "আমাদের এলোমেলো ভাবনাগুলোকে বইয়ের রূপ দিয়েছেন ম্যাম। এটি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতির অংশ হয়ে থাকবে।"
প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল বলেন, "এই প্রকাশনার জন্য শীলা ম্যামকে ধন্যবাদ। শিক্ষার্থীদের সৃজনশীল সাহিত্যচর্চার প্রতিভা ছিল, তারা তা প্রমাণ করেছে।"
সহযোগী অধ্যাপক কামরুন নাহার শীলা বলেন, "শিক্ষার্থীদের লেখা নিয়ে সংকলনটি আরও আগেই প্রকাশের পরিকল্পনা ছিল, তবে নানা কারণে দেরি হয়েছে। অবশেষে এটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। আশা করি, তারা ভবিষ্যতেও সাহিত্যচর্চা চালিয়ে যাবে।"