
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষকদের মানোন্নয়নে 'টিচিং কোয়ালিটি এনহ্যান্সমেন্ট' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
কর্মশালার বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, "অভিজ্ঞ এবং অনভিজ্ঞ শিক্ষক পার্থক্য করা কঠিন হলেও আদর্শ শিক্ষক শনাক্ত করা সহজ। একজন শিক্ষক চাইলে শিক্ষকতার প্রথম দিন থেকেই আদর্শ শিক্ষক হতে পারে। নৈতিক মূল্যবোধ, কমিটমেন্ট, নিষ্ঠা ও শিষ্টাচার বজায় রেখে শিক্ষকরা আদর্শ শিক্ষক হয়ে উঠতে পারেন।"
প্রধান অতিথি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, "শিক্ষকতা পেশার অন্যান্য পেশার থেকে ভিন্নতা রয়েছে। শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে কী আশা করে এবং সমাজের প্রত্যাশা কী, তা বিবেচনায় নিয়ে চলা উচিত। একজন শিক্ষকের যোগ্যতা তার কর্মদক্ষতার ওপর নির্ভর করে। শিক্ষকদের মানোন্নয়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু শিক্ষক যোগ দিয়েছেন, যারা প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তারা সক্রিয় থেকে এ বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করবেন বলে আশা করি। শিক্ষকরা ছাত্রদের জন্য আদর্শ হওয়া উচিত।"
কর্মশালায় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।