Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / কমলগঞ্জে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কমলগঞ্জে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

February 18, 2025 10:44:15 AM   উপজেলা প্রতিনিধি
কমলগঞ্জে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ী, আমদানিকারক ও বাজার কমিটিগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, “রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীদের পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মূল্য তালিকা দোকানে টাঙানো বাধ্যতামূলক করতে হবে।”

তিনি আরও বলেন, “কোনো ব্যবসায়ী যেন অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে, সেদিকে বাজার কমিটিগুলোর নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি, কোনো পণ্যের সংকট দেখা দিলে প্রশাসনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় আরও বক্তব্য দেন- পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, কমলগঞ্জ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামীম তালুকদার, ইউপি সদস্য মোতাহের আলী, ভানুগাছ বাজার বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, আদমপুর বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা, ছাত্র সংগঠনের প্রতিনিধি ভূঁইয়া রাজন রাজা, নাজমিন বেগম প্রমুখ।