Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুমিল্লা কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লা কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে

April 29, 2025 08:26:20 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লা কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। এ সময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ ঘটনা ঘটে। ধৃত ব্যক্তি কুমিল্লা সদর উপজেলার কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আব্দুল রবের ছেলে মো. কামাল হোসেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, কামাল হোসেন নামে এক দর্শনার্থী কারাগারে থাকা এক আসামির সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত দুই কারারক্ষী তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, কামাল হোসেনের কাছে মাদক পাওয়ার পর তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে আর্থিক জরিমানা করা হয়। বর্তমানে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।