Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

April 20, 2025 02:56:29 PM   দেশজুড়ে ডেস্ক
কুমিল্লায় ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলার সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রবিবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা জেলার সকল সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

শুরুতেই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুমিল্লা জেলার সকল সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।