Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

April 23, 2025 08:23:17 PM   অনলাইন ডেস্ক
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর বাংলো ঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহগুলো ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ও কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী কোনো ট্রেনের নিচে তারা কাটা পড়েন।”

স্থানীয়রা জানান, ভোরের দিকে তারা দুর্ঘটনার শব্দ শুনে রেললাইনের পাশে ছুটে যান। দেখতে পান, তিন যুবকের মরদেহ বিভিন্ন স্থানে পড়ে আছে। এদের মধ্যে দুজন কাটা পড়ার পরও কিছু সময় জীবিত ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, “ভোরে খবর পেয়ে আমি প্রথমেই ঘটনাস্থলে যাই। রেললাইনের ওপরে ও পাশে ছিন্নভিন্ন মরদেহগুলো দেখতে পাই। এরপর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তারা মরদেহগুলো উদ্ধার করে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।