
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার রাজগঞ্জ বাজারের দেশওয়ালী পট্রি এবং কুচাইতলীতে ঈদুল আজহা উপলক্ষে মসলার মিলগুলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
আজ সোমবার পরিচালিত অভিযানে ভালো মরিচের সাথে নষ্ট মরিচ মিশিয়ে ক্রাশিং/ভাঙানোর সময় হাতে-নাতে ধরাসহ, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হচ্ছে বলে প্রমাণ মেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী 'আল-আমিন মসলার মিলকে এক লাখ টাকা এবং 'বায়জিদ মসলার মিল'কে
দশ হাজার টাকাসহ মোট এক লাখ দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পুলিশের একটি টিম, ক্যাব কুমিল্লা এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।