
কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি অভিযানে ১৭০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে ২০২৫) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।
সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আওতাধীন ৪নং আমড়াতলী ইউনিয়নের শিমপুর মীরবাড়ী এলাকা থেকে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—কুমিল্লার কোতোয়ালি থানার শিমপুর (মীর বাড়ী) এলাকার সৈয়দ রাব্বি (৩১), পিতা সৈয়দ রহমান ও মাতা পারুল আক্তার এবং বুড়িচং থানার কোদালিয়া গ্রামের মো. খোরশেদ আলম (৫০), পিতা মৃত ফরিদ মিয়া ও মাতা ফারিজা খাতুন।
এর আগে ভোর ৫টা ৪৫ মিনিটে কোতোয়ালি থানার পাঁচথুবী ইউনিয়নের কাপ্তান বাজার এলাকায় একটি প্রাইভেটকার থেকে আরও ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বরুড়া থানার কাকৈরতলা গ্রামের মো. সবুজ হোসেন (২৫), পিতা আবুল হোসেন ও মাতা মঞ্জুমা বেগম এবং ব্রাহ্মণপাড়া থানার উত্তর তেতাভূঁমি (রজব আলী সর্দার বাড়ি) এলাকার মোসা. মায়া আক্তার (২৬), স্বামী মো. আল আমিন, পিতা মো. ফরিদ মিয়া ও মাতা বকুল বেগম।
দুইটি ঘটনাতেই কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।