Date: May 22, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলন ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলন ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

May 22, 2025 01:23:18 PM   অনলাইন ডেস্ক
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলন ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘ফরম বিতরণ ও কর্মী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মুক্তমঞ্চে এ কর্মসূচি আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এটি আগামী কমিটি গঠনের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিসালাত হোসেন সজীব।

বক্তব্যে শাকির আহমেদ বলেন, “আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। আজ যারা নিজেদের ‘বীর’ দাবি করেন, অতীতে তারা সুবিধাবাদীভাবে ছাত্রলীগের পক্ষে ছিলেন। কিন্তু আমরা তখনও রাজপথে দাঁড়িয়ে স্পষ্টভাবে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি। ৫ আগস্টের আগে যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে লালন করতেন, তারাই আজ ছদ্মবেশে গোপন সংগঠন গড়ে তুলেছেন, যারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত।”

তিনি আরও বলেন, “আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্বশীলভাবে সংগঠন পরিচালনা করছেন, কিন্তু কিছু ব্যক্তি ফেক আইডি ব্যবহার করে নেতিবাচক মন্তব্য ছড়াচ্ছেন। জাতীয়তাবাদী পরিবারে সাড়ে চারশ’র বেশি কর্মী আহত হয়েছেন। অথচ যারা নতুন সংগঠন তৈরি করেছেন, তারা বলতে পারবেন না- তাদের সংগঠনের কয়জন শহীদ হয়েছেন। আমরা দেশ ও মানুষের প্রতিনিধিত্ব করি, লড়াই করি; তবে ক্রেডিট নিতে ছুটি না। কারণ ইতিহাসই আমাদের মূল্যায়ন করবে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় ও আল মোহাম্মদ রাফসান সামি, এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন। এ ছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে পদপ্রত্যাশী নেতারা মিছিলসহ মঞ্চে প্রবেশ করেন। বক্তারা ছাত্ররাজনীতির বর্তমান প্রেক্ষাপট ও সংগঠনকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষাংশে নতুন শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে সদস্য ফরম বিতরণ করা হয় এবং একটি মিছিলের মাধ্যমে কর্মী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।